মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম
নেত্রকোনার মোহনগঞ্জে শ্যামা পূজা উদযাপনের লক্ষ্যে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টি-পারপাস হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. টিপু সুলতান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির নেতা মিহির গোস্বামী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার পার্থ সরকার, ওসি মো. আমিনুল ইসলাম, মোহনগঞ্জের বাহাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো.রেজুয়ান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মানিক তালুকদার, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা নিবারণ চন্দ্র সাহা, বিপ্লব কুমার রায় ও পূজা কমিটির নেতারা উপস্তিতি ছিলেন।