1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকাসহ নারী আটক। বৃন্দাবন সরকারি কলেজের বিভাগীয় প্রধানের পি.আর.এল -এ গমন কোম্পানীগঞ্জে শাহ আরেফিনে অবৈধ পাথর উত্তোলন বন্ধে ডিসির অভিযান। স্বেচ্ছাসেবক দল মহানগরের আহ্বায়কের নেতৃত্বে, গণপ্রচারণা অনুষ্ঠিত।  পাংশায় জবাই করে হত্যা মামলায় ১০জনের যাবজ্জীবন। সুন্দরবনে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার সরকারি অনুদানে নির্মিত সাকো প্রভাব খাটিয়ে নিজের নামে নামফলক ও সুবিধা ভোগের অভিযোগ। বাহুবলে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  শায়েস্তাগঞ্জ পুরাতন ব্রিজের পাশে রাতে আঁধারে মাটি উত্তোলনের মহোৎসব। ঘোড়াঘাটে সাব রেজিস্ট্রার অফিসের দাবিহীন ১৫ শতাধিক দলিল অগ্নিদগ্ধ করা হয়।

মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

 

মোঃমাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি।

ঝিনাইদহ কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠনকরা হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার সকালে কালিগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সংস্থাটির নিজস্ব কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি,
মোঃ হামিদুজ্জামান জলিল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সংস্থাটির যুগ্ম আহবায়ক
এস এম আখতারুজ্জামান, নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন।
সহ অনেকে।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
তারপর,
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরবর্তীতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দেশব্যাপী কার্যক্রমের উপর আলোচনা করে,পরিশেষে আগত অতিথিদের আপ্যায়ন করে আলোচনা শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট