1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২০ জন শিবপুরের শীর্ষ সন্ত্রাসী  অস্ত্র ও গুলিসহ গ্রেফতার৷ ঝিনাইদহ শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ!  বিজয়নগরে দেশে আসা প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান পালিত। গোয়াইনঘাটের নদী অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেন-আজমল হোসেন! অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা! নরসিংদী জেলা মানবাধিকার কমিশন এর উদ্যোগে নৌকা ভ্রমণ। সালুটিকর,গোয়াইনঘাট রোডের কাজ দ্রুত সমাপ্ত না করলে কঠোর কর্মসুচী! আজমিরীগঞ্জে সুদের টাকার জেরে হত্যা ১৮ জনের বিরুদ্ধে মামলা!  পানছড়িতে চট্রগ্রাম মহানগর মটর চালক লীগ নেতা আটক

ভোলাগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা থামছে না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন || কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ পত্রিকা ||

সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে সারা বছর দুর্ঘটনা ঘটছে। যানবাহন বাড়লেও এ মহাসড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। দিন দিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা এবং সেই সাথে হতাহতের সংখ্যা। এ মহাসড়ক এখন এক আতংকের নাম। অতীতে এ মহাসড়কে ১মাসের মধ্যে প্রায় ২৫টি প্রাণহানির নজির রয়েছে যেখানে একটি দুর্ঘটনার শিকার ৭ জন। একটি দুর্ঘটনা শুধু প্রাণই কেড়ে নেয় না,একটি পরিবারকে তছনছ করে দেয় আর পঙ্গু হলে সারাজীবন এক ভয়াবহ করুণ জীবন বয়ে বেড়াতে হয়। কোম্পানীগঞ্জের নির্দিষ্ট কয়েকটি স্থানে বেশি দুর্ঘটনা ঘটছে। সাকেরা স্টোন ক্রাসার সংলগ্ন মহাসড়ক, বউবাজার, ইসলামপুর ও লাছুখালের মধ্যবর্তী টার্নিং মোড়,তেলিখাল এবং খাগাইল এলাকায় বেশিভাগ সড়ক দুর্ঘটনা ঘটে। গত ২১ অক্টোবর মহাসড়কের ডাকঘর এলাকার সামনে সুমন মিয়া (৩২) নামে একজন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ৪ নভেম্বর পাড়ুয়া ফিলিং স্টেশনের সামনে ট্রাক চাপায় সমরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ১৭ নভেম্বর সেবা ফিলিং স্টেশনের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কবির হোসেন (১৫) প্রাণ হারিয়েছেন। দিনদিন এ মহাসড়কে ঝরছে প্রাণ,বাড়ছে মৃত্যুর মিছিল। মাসে আহতদের সংখ্যা প্রায় শতাধিক। এই রাস্তাটি এখন চলাচলকারীদের জন্য বড়ই উদ্বেগের কারণ। প্রতিদিন কয়েক হাজার যান চলাচল করে এই সড়কে। লাইসেন্স ও নম্বরবিহীন গাড়ি,অদক্ষ চালক,বেপরোয়া গতি,যথাযথ কর্তৃপক্ষের নজরদারির ঘাটতি এসব সড়ক দুর্ঘটনার কারণ। সাদাপাথর পর্যটনে আসা গাড়িগুলোরও থাকে বেপরোয়া গতি। তাছাড়া পাড়ুয়ায় সাকেরা স্টোন ক্রাসারের সামনে ও বউবাজার এলাকায় রাস্তার উপর দিনের পর দিন পার্কিং করে রাখা গাড়িগুলোও প্রতিবন্ধকতা সৃষ্টির মারাত্মক কারণ। কোম্পানীগঞ্জ ট্রাক-মালিক সমিতির আদেশ অমান্য করে রাস্তার উপর পার্কিং করে দিনের পর দিন গাড়ি রাখছেন অনেকেই।
কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল বলেন- ফুটপাত দখল, রাস্তার দু’পাশে অবৈধ গাড়ি পার্কিং, বেপরোয়া গতি, হেলপার দিয়ে গাড়ি চালানো, ত্রুটিযুক্ত গাড়ি চালানো,ট্রাফিক আইন মেনে না চলা, গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং না থাকা এসব বিষয়ে পথচারী ও চালকের মধ্যে সচেতনতা তৈরি ও আইনের যথাযথ প্রয়োগ থাকলে দুর্ঘটনা রোধ হবে।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ বলেন, পথচারী ও গাড়িচালকের অসচেতনতা দুর্ঘটনার জন্য দায়ী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে রাস্তায় গতি নির্ধারণ করে দেওয়া হয়নি। এত প্রশস্ত রাস্তায় নেই কোনো ডিভাইডার। অসচেতন চালকেরা তাই শৃঙ্খলা মানছে না। যেখানে সেখানে গাড়ি পার্কিং করা থাকে। উন্নত বিশ্বের কোনো দেশে রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করা নিষেধ। অমান্য করলে গুনতে হয় জরিমানা। দুর্ঘটনা রোধে প্রশাসন ও জনগণকে সচেতন হতে হবে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ভোলাগঞ্জ মহাসড়কে হাইওয়ে পুলিশের কার্যক্রম না থাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতেছে। অচিরেই ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়ে একটি জনসচেতনতামূলক প্রোগ্রাম করা হবে। আমরা মহাসড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন পরিবহণ সংগঠনের সাথে কথা বলব। পুলিশ জনতা সচেতন ভূমিকা রাখলে দুর্ঘটনা কমবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা বলেন, ভোলাগঞ্জ মহাসড়কে বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাথে আলাপ হয়েছে। আগামী সপ্তাহে জেলা থেকে সড়ক ও জনপথ বিভাগের লোক আসবেন। আমরা যেসব স্থানে দুর্ঘটনা বেশি হয় সেসব স্থান চিহ্নিত করছি।
এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ)-এর সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, আমরা কয়েকদিনের মধ্যে সরেজমিন পরিদর্শন করে দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট