এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||
সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল আল-জালাল থেকে রুকর ওরফে লুকমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত লুকমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, তিনি গত তিন মাস ধরে হোটেল আল-জালালে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেল কর্তৃপক্ষ যখন তাকে দীর্ঘ সময় কক্ষ থেকে বের হতে দেখেনি, তখন তারা পুলিশে খবর দেন।
কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে, দৈনিক খবরের কণ্ঠ কে বলেন, লুকমানের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং তার মৃত্যুর সঠিক কারণ শিগগিরই জানাতে পারবো।
এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে এবং তারা হোটেল কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন পরবর্তীতে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানিয়েছে।