তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে বৈলর মডেল স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উজান বৈলর এলাকার বাসিন্দা মরহুম শেখ লেদু মিস্ত্রির ছেলে শেখ ফরিদুল হক আনুমানিক (৫০) ও তার মেয়ে সেলিনা আক্তার আনুমানিক (১৮) রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কটি দিয়ে প্রতিদিনই দ্রুতগতির যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয়রা মহাসড়কের ওই অংশে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।