মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় উচ্চতর পরিষদ-এর সদস্য ও জেলা গণ অধিকার পরিষদ-এর সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান-এর সভাপতিত্বে সভায় জেলা শাখা নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে জরুরী সভার আহবান করা হয়।
গত শনিবার নিজামপুর ইউনিয়নে গণ অধিকার পরিষদ-এর সভায় হামলায় দুস্কৃতিকারীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা বিলম্বের কারণে গণ অধিকার পরিষদ এ জরুরী সভার আহবান করেন। সভায় বলা হয়, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক যুগ্ম-আহবায়ক ফরিদ আহমেদ বাদী হয়ে সদর থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। তবে এ বিষয়ে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এখন পর্যন্ত পুলিশ দুর্বৃত্ত কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।
দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কালক্ষেপণ করেছে।
পরে আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকাল ৬ টায় হবিগঞ্জ জেলা কার্যালয়ে গণ অধিকার পরিষদ-এর জরুরী আলোচনার সভার আহবান করেন গণঅধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম খান।
এতে তিনি হবিগঞ্জ জেলা শাখার সকল স্তরের নেতাকর্মীকে যথা সময়ে হবিগঞ্জ জেলা শাখার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন।