1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ জুন ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
এনসিপি কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল! বিরামপুরে ছেলের কোপে আহত পিতা, হাসপাতালে! নরসিংদীর মাধবদীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা প্রদান!  লালমাই উপজেলা মাসিক আইন – শৃঙ্খলা  সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে  ডাকাত সবুজ ওরফে সেলিমকে গ্রেফতার করেন র‍্যাব। পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে ৭ দিনের আল্টিমেটাম !  গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!  সাংবাদিক শহিদুল ইসলামের উপর হামলাকারী গ্রেফতার!  চান্দিনা উপজেলায় মহিলাদল কর্তৃক ৩১ দফা কর্মশালা পালিত, কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আ.লীগের পতনে মানুষ আজ প্রকৃত স্বাধীনতা উপভোগ করছে!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষ আজ প্রকৃত স্বাধীনতা উপভোগ করছে। এই স্বাধীন রাষ্ট্রে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি, যাতে তারা পেশাদারিত্ব ও মানবকল্যাণে অবদান রাখতে পারেন। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা অপরিহার্য।

বুধবার বিকেলে দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত হোটেলে নাগরিক অধিকার বাংলাদেশ এর উদ্যোগে সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার নির্বাচিত হওয়ায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল দীর্ঘদিন ধরে তার ন্যায়পরায়ণতা, সততা ও দক্ষতার মাধ্যমে আইন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তাকে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে একটি গৌরবজনক অর্জন। আমরা আশা করি, তিনি তার নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন এবং সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নাগরিক অধিকার বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো: মুরাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আরসিটির চেয়ারম্যান আসাদুল হক আসাদ, হাসন রাজা  লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু।

সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ছানার মিয়া শাকিব। বক্তব্য রাখেন, নাগরিক অধিকার বাংলাদেশের সহ সভাপতি জুয়েল রানা, এডভোকেট হুমায়ুন কবির শামীম, সজীব আহমদ, ইয়াসিন আলী, সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হানিফ আলী, গোলাম হোসেন, আফজার আহমদ, সুমন মিয়া, মাহবুবুর রহমান

জাকারিয়া, মাওলানা হিফজুর রহমান, কুতুব উদ্দিন, ফখর উদ্দিন মিসবাহ, মানিক মিয়া, ইয়াহিয়া পারভেজ, রুহেল আহমদ, উৎপল বড়ুয়া, রুয়েল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সিতাব প্রমূখ।

অনুষ্ঠানে আইনজীবী, রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলালের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল তোড়া তুলে দেন।

সংবর্ধনার জবাবে এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের। আমি সর্বদা পেশাদারিত্ব বজায় রেখে সততা ও নিরপেক্ষতার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট