স্টাফ রিপোর্ট!
সিলেট উপশহরে
এআরএল এডুকেশন সেন্টার এর পক্ষ থেকে যূক্তরাজ্য প্রবাসী সম্ভাব্য গণ অধিকার পরিষদ হবিগঞ্জ ১ (নবিগঞ্জ-বাহুবল)আসনের এম.পি পদপ্রার্থী, হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ এর সহ সভাপতি ও প্রবাসী অধিকার এর সদস্য গোলাম রব্বানীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী ২৫) ইং এআর এল এডুকেশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়!
সংবর্ধিত ও প্রধাণ অতিথির বক্তব্য রাখেন
তিনি বক্তব্যে বলেন
বর্তমান বাংলাদেশ হবে অনেক আশা আখাংঙ্ক্ষার মানুষের মন জয় করে প্রকৃত সেবক সঠিক নিয়তে একটা ভালো রোডম্যাপ করে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা হবে ।
সেক্ষেত্রে একজন নেতা নয় সেবক হয়ে কাজ করতে পারলে জনগনের প্রকৃত প্রতিনিধিত্ব করা সম্ভব।
তিনি আর ও বলেন মনোনয়ন পাওয়া বড় নয়, জনগণের কাছাকাছি এবং মানব সেবা ইবাদত সঠিক পরিকল্পনায় অবহেলিত জনপদের জন্য প্রবাসী অধ্যূষিত এড়িয়াকে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।
সভায় সভাপতিত্বে করেন,বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা,ও ম্যানেজিং ডিরেক্টর রাজিব মুরশেদ রাজুর পরিচালনায় সংবর্ধিত অতিথি ,গোলাম রব্বানী কে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন!
এতে বিশেষ অতিথি হিসাবে সিলেট মহানগর যূবদলের
যূগ্ম সাধারণ সম্পাদক :আহমেদ শিপন,
আফজল খান পাপলু,
যূগ্ন সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যূবদল শিমুল আহমেদ
যূগ্ন সাধারণ সম্পাদক
সিলেট মহানগর যূবদল
বিশেষ অতিথি হিসাবে আর ও বক্তব্য রাখেন শাহ শামিম আহমেদ অপু, সভাপতি বাংলাদেশ যূব অধিকার পরিষদ,সিলেট জেলা লিটন আহমেদ (প্রতিষ্টান ডিরেক্টর ও সি ই ও )
আরিফ আহমেদ (চেয়ারম্যান)
মাহমুদুর রহমান চৌধুরী
সভাপতি:-বাংলাদেশ যূব অধিকার পরিষদ,২৪ নং ওয়ারড, সিলেট মহানগর
শামছুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ যূব অধিকার পরিষদ, ২৪ নং ওয়ার্ড,সিলেট মহানগর
মো:রিয়াজুল হক রাজু
সভাপতি:-বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ,সিলেট জেলা
ওলিউর রহমান মঞ্জিল
সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ,সিলেট জেলা
নুমান হুসাইন ম্যানেজিং ডিরেক্টর
ড্রিম ইন্টারন্যাশনাল লি:
যূক্তরাজ্য যূবদল নেতা
মিনার খান এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,সুনামগঞ্জ জেলা এর যূগ্ন সাধারণ সম্পাদক :সিহাব
নওশাদ আহমেদ,
গফুর আহমেদ প্রমুখ