মো:আনোয়ারুল কবীর স্বপন
দিনাজপুর বিরামপুর প্রতিনিধি:
রবিবার (২০ এপ্রিল) ১০. ৩০ মিনিটের সময় দিনিজপুর জেলার বিরামপুর পৌরশহরের দোয়েল মোড় এলাকায় মহাসড়কে মোটরসাইকেলের পেছনে পিকাপের ধাক্কায় একজন নিহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহীকে মাছবাহী দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনের আরোহী ঘটনাস্থলে পড়ে যায়। এতে করে মোটরসাইকেল পেছনের আরোহী গুরুতর জখম হলে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মোটরসাইকেল চালক সামান্য আহত হন। আহত হাসানকে গুরুতর অবস্থায় স্থানীয়রা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মৃত হাসান (১৭) বিরামপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের চকপাড়া গ্রামের (লিচু বাগান সংলগ্ন এলাকার) মিলন ইসলামের ছেলে।সে এবার বিরামপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ হতে চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। তাঁর বাবা পেশায় একজন বাদাম ভাজা ও মাখা ব্যবসায়ী।সে প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দোকান দিয়ে বেচাকেনা করে সংসারের খরচ ও ছেলের লেখাপড়ার খরচ চালায়।মৃত হাসানের বন্ধু মোটরসাইকেল চালক ফুয়াদ আহমেদ নাইমের সাথে কথা বলে জানা যায়, সকালে দুই বন্ধু হাসান ও ফুয়াদ আহমেদ নাইম একসাথে Gixxer মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে অবসর মোড়ের দিকে যাচ্ছে ঘুরে বেড়ানোর জন্য।এমন সময় তাঁরা মহাসড়কের দোয়েল মোড় এলাকার কাছাকাছি যায়গায় পৌঁছালে পেছন থেকে একটা মাছবাহী দ্রুতগামী পিকাপ তাঁদের ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় মোটরসাইকেল আরোহী হাসান মারা যায় ও মোটরসাইকেল চালক নাইম সামান্যতম আহত হন।আহত ফুয়াদ আহমেদ নাইম একি এলাকার নিয়ামুল হক ভোলা এর ছেলে।সে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন,সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী হাসান নামে এক জন মারা গিয়েছে। এবিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা করা হবে। দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।