আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার ( কুমিল্লা)
লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ প উৎপাদন বৃদ্ধি লক্ষ্য লেবু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ মে, ২০২৫ খ্রিঃ লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা পশ্চিম পাড়ায় স্থানীয় শতাধিক স্থানীয় কৃষক – কৃষাণীদের নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্বি প্রকল্পের আওতায় বাস্তবায়িত লেবু প্রদর্শনীর মাঠ দিবস প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ডিএই অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই কৃষি সম্প্রারণ অফিসার মোঃ শাহিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মোঃ ইসহাক খন্দকার, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা উপসহকারী কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা উপসহকারী কৃষি অফিসার জিয়াউল করিম সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন।
এছাড়াও লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠানে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।