নারায়ণগঞ্জ জেলা তালাশ বিডি ,অভিযান নিউজ টিভি ও দৈনিক ক্রাইম তালাশের ,পক্ষ থেকে,
গাজীপুর সাংবাদিক, আসাদুজ্জামান তুহিনের হত্যাকারী বিচারের দাবিতে, মানববন্ধন, অনুষ্ঠিত হয়,
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে, ৯ আগস্ট, রোজ শনিবার, বিকাল ৪ ঘটিকার সময়,।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,
মোসাম্মৎ পারভিন আক্তার, তালাশ বিডি নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি,
উপস্থাপনায়,
হাজী মোহাম্মদ নাজির খান, দৈনিক ক্রাম তালাশ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
সঞ্চালনায়,
মোঃ শিশু আহমেদ দৈনিক ক্রাইম তালাশের সদর উপজেলার প্রতিনিধি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ শাহনাওয়াজ খান, শাওন,
দৈনিক ক্রাইম তালাশ, সিদ্ধিরগঞ্জ , নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
মক্তবে তালাশ বিডি নায়ক জেলার প্রতিনিধি পারভিন আক্তার জানান, আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচারের দাবিতে এই মানববন্ধন পালন করছি,
সাংবাদিকরা , সত্য প্রকাশের মাধ্যমে সংবাদ প্রেরণ করতে গিয়ে হত্যা ঘুম খুন, হওয়া তীব্র নিন্দা জানান,
এবং আগামীতে আর যেন কোন হত্যা না হয় ,প্রশাসনের নিকট তাহার দাবি জানান,
হাজী মোহাম্মদ নাজির খান বক্তব্য বলেন,
সাংবাদিকরা কোন চাঁদাবাদ করে না সাংবাদিকরা কোন বেতন পায় না ,সাংবাদিকরা জনসাধারণের সত্যকে প্রকাশ করার দায়িত্ব পালন করে, জনসাধারণের মাঝে সত্যটা প্রকাশ করে,
যারা চাঁদাবাজি করে তারাই আসাদুজ্জামান সাওনকে হত্যা করেছে
হত্যাকারী চাঁদাবাজ সন্ত্রাসী , এর এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃতি দোষী ব্যক্তির ফাঁসি দাবি জানাচ্ছি,।
উপদেষ্টা মন্ডলীর নিকট আবেদন করে, সুষ্ঠু বিচার না পেলে আগামীতে সারা বাংলাদেশের সাংবাদিকরা বৃহতম আকারে,, আন্দোলনের কর্মসূচি পালন করতে বাধ্য হবে।
আজ মানববন্ধন যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নতুন মানববন্ধন কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন।
হাজী নাজির খান ,পারভীন আক্তার ,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,।