1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

মাজার ও পুলিশের গাড়ি ভাংচুর মামলায় ৫ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল পাগলের দরবারে হামলা,লুটপাট, অগ্নিসংযোগ ও করব থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের ওপর হামলার ও গাড়ি ভাঙ্চুরের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার কৃতরা হলেন, গোয়ালন্দের দেওয়ানপাড়া এলাকার আবজাল সরদারের ছেলে মো: শাফিন সরদার (১৯),বালিয়াডাঙ্গা এলাকার লাল মিয়া মৃধার ছেলে হিরু মৃধা (৪০),দক্ষিণ উজানচর এলাকার আক্কাস মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯),দেওয়ানপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি(৩২) ও কাজীপাড়া এলাকার আরিফ কাজীর ছেলে মো: অপু কাজী(২৫)।

এর আগে গত শুক্রবার রাতেই থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের কাজে বাধা,গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় সাড়ে তিন হাজার জন অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন । বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রফিকুল ইসলাম বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হবে। কেউ ছাড় পাবে না।

প্রসঙ্গত, ‘শরিয়তবিরোধী কবর’ দেওয়ার অভিযোগ তুলে গতকাল শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় তৌহিদি জনতা। এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা একপর্যায়ে নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ তুলে এনে মহাসড়কের উপর পুড়িয়ে দেয় তৌহিদি জনতা।
অতুল সরকার /রাজবাড়ী প্রতিনিধি
৭/৯/২০২৫-01711050937

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট