1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

নরসিংদীর মাধবদী কান্দাপাড়া ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

 

নরসিংদীর মাধবদী থানা কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় ০৭ জন ডাকাতকে গ্রেফতারসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ ।গত ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে মাধবদী থানাধীন কান্দাপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় সংঘটিত হয়। উক্ত ডাকাতীর ঘটনায় অদ্য ২/৯/২৫ ইং বৃহস্পতিবার রাতে নরসিংদীর জেলা পুলিশ এর একাধিক টিম গাজীপুর, রূপগঞ্জ, নরসিংদীতে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় সাথে জড়িত মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতার করে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম ।গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ কাজল মিয়া (৫০), পিতা-মৃত আলেক মিয়া, মাতা-জামেলা বেগম সাং-তালতলী থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী, ২। মোঃ শরিফুল ইসলাম (২৬) পিতাঃ মোঃ মুছা মিয়া মাতাঃ হেলেনা বেগম সাং-কান্দাপাড়া থানাঃ মাধবদী জেলাঃ নরসিংদী, ৩। মোঃ সাগর মিয়া (২২) পিতাঃ মোঃ কাইয়ুম মিয়া মাতা-ঃ আছমা বেগম সাং কাজীরচর (বাঘের বাড়ি) থানাঃ পলাশ জেলা নরসিংদী, ৪। মোঃ মৃদুল হাসান (২০) পিতাঃ আশরাফুল আলম মাতাঃ আলেয়া বেগম সাং- কাজীরচর (মফি মেম্বারের বাড়ি) থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী ৫। মোঃ সুজন মিয়া (২০) পিতা-বাচ্চু মিয়া মাতাঃ ময়ছান বেগম সাং-কাজীরচর, থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী, ৬। মোঃ মনির হোসেন ওরফে এবাদুল্লাহ (মুন্না) (৩৮) পিতাঃ আব্দুল আজিজ মাতাঃ সাজেদা বেগম সাং কাজীরচর, থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী ও ৭। হীরানাথ দাশ (৪২) পিতাঃ বিজর কুমার দাস মাতাঃ শীবানী রানী দাস সাং জয়নগর থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট