
পলাশ চন্দ্র বিশ্বাস গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় কলাবাড়ী ইউনিয়নে বিনয় কৃষ্ণ
আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে আয়রন ব্রিজ ধ্বসে যানচলাচলে সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়েছে। গত ২৭অক্টোবর সোমবার কেউ আচ করার আগেই ব্রিজটি হুরমূর করে ধ্বসে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি নির্মাণ কালে কারিগরী এুর্টির কারণে
এই ধ্বসের ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক বাবু বিকাশ বিশ্বাস
ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্র -ছাত্রীদের বিকল্প পথে চলাচলের নির্দেশ প্রদান করা হয়েছে। আশা করছি দ্রুত সংস্কার করা হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন , কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএন ও) শারমিন আক্তার ও কলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজন বিশ্বাস । উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ব্রিজটি দ্রুত সংস্কারের আশ্বাস দেন এবং ঘটনার কারণ উদঘটোনের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান বিজন বিশ্বাসকে দ্বায়িত্ব দেন।