মোঃ হেলাল উদ্দিন :: খাগড়াছড়ি প্রতিনিধ :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে কৃষকদের মাঝে শীতকালীন শাক সবজির বীজ স্যার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।
আজ ২৭ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকার সময় পানছড়ি উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে ২০২৪ – ২০২৫ অর্থবছরের খরিপ – ২ মৌসুমে পূর্ণবাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি বন্যা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য শীতকালীন শাক সবজির বীজ স্যার ও নগদ অর্থ সহায়তা প্রধান করেন উপজেলা কৃষি অধিদপ্তর । এসময় মোঃ নাজমুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে কৃষকবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন সরকার কর্তৃক প্রনোদনা বাবদ নগদ অর্থ শীতকালীন শাক সবজির বীজ স্যার দেওয়া হয়েছে তা আপনারা রোপন করবেন তাদিয়ে আপনাদের সাংসারিক শাক সবজির চাহিদা পূরণ হবে, পাশাপাশি অর্থ উপার্জন সহায়তা হবে ।