1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ। আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ডাদেশ নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যায় র‍্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল গ্রেফতার। বাহুবলে নাশাকতাকান্ডের দায়ে  ৫ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার।  হবিগঞ্জসহ দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার। গোপালগঞ্জে ০৩প্লাটুন বিজিবি মোতায়েন । মহানগরী জামায়াতের পক্ষ থেকে বই উপহার দিয়ে বিদায়ী ডিসিকে শুভেচ্ছা, নরসিংদীতে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জন গ্রেপ্তার। পানছড়িতে আইনজীবীদের গনসংযোগ ধানের শীষে পক্ষে সমর্থনের ডাক

কোম্পানীগঞ্জে মাইকিং করে দুই গ্রামের মানুষ মধ্যে সংঘর্ষ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন || কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ ||

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় শনিবার রাতে তিন ঘন্টা টানা সংঘর্ষের পর রোবাবার (১৫ ডিসেম্বর) সকালেও মাইকিং করে সংঘাতে জড়ায় দুই গ্রামের মানুষ। সকাল থেকে উপজেলার থানা বাজার পয়েন্ট দেশি অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যর্থ হওয়ার পর বেলা দেড়টার দিকে সেনাবাহিনী ও র‌্যাবে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বর্ণি গ্রামের শত শত লোক এমন রণ প্রস্তুতি নিয়ে কাঁঠালবাড়ি গ্রামের দিকে রওয়ানা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয়রা এজন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে বর্ণি গ্রামের এক যুবককে কাঁঠালবাড়ি গ্রামের ২০-২৫ জন মিলে মারধর করে। এ ঘটনার জেরে উপজেলা সদর, বর্ণি ও কাঁঠালবাড়ি গ্রামের লোকজনের মধ্যে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, যানবাহন ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এই ঘটনার জের ধরে রোববার সকালে বর্ণি গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রণপ্রস্তুতি নিয়ে কাঁঠালবাড়ি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে তারা সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে তাদের থামানো হয়। সশস্ত্র ওই লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, বর্ণি জামেয়া মাদরাসার বর্তমান ও সাবেক মুহতামিম।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিলেট পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সংঘাত এড়াতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ, সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে হামলার প্রস্তুতি নিয়ে আসা বর্ণি গ্রামের লোকজনের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী পরিস্থিতি খুব দ্রুত শান্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট