
আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাহিত্য অনুরাগী, লেখক, কবি ও সংস্কৃতিমনাদের সংগঠন কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার জনপ্রিয় সাদাপাথর রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সুহেল আহমদ এবং সভাপতিত্ব করেন সহসভাপতি এম এ এইচ শাহীন।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত সহসভাপতি এম এ এইচ শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপস্থিত সদস্যরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
এ ছাড়া নতুন কমিটি গঠনের পূর্বে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন—
সাধারণ সম্পাদক মোঃ এমরান আলী, সহ-সাধারণ সম্পাদক মুন্সি আবুল হাসান ও মানিক মিয়া ময়না, সাংগঠনিক সম্পাদক কবির মাহমুদ, অর্থ সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য অনুরাগী অকিল আহমদ ও মাওলানা এমদাদুল হক।
আলোচনা সভায় সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, সাহিত্যচর্চার গতিশীলতা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়। উপস্থিত সদস্যরা সম্মিলিতভাবে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।