
এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি আজন্ম বিএনপির কর্মী। হাই কমান্ডের নির্দেশেই আপনাদের সেবক হয়ে কাজ করতে এসেছি। জনগণ আমাকে সুযোগ দিলে এক বছরের মধ্যেই এ আসনের চিত্র বদলে দেব।
তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সামনে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের সামগ্রিক উন্নয়নে নতুন অধ্যায় সূচিত হবে।
শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল, মাতুরতল, আহারকান্দি ও পরগনা বাজার এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে মাতুরতল বাজারের জয়নগর মাদ্রাসা মাঠে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল মন্নান গৌছ। পরিচালনা করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি সিরাজুল ইসলাম সারজুল।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন, উপদেষ্টা শুক্কর আহমদ, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, এডভোকেট নুর আহমদ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশা আহমদ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, জেলা যুবদলের প্রচার সম্পাদক হারুনুর রশীদ, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার,
গোয়াইনঘাট উপজেলা তাতি দলের আহ্বায়ক
অ্যাডভোকেট লিয়াকত আলী,উপজেলা তাতি দলের
সদস্য সচিব আব্দুল মান্নান, পশ্চিম জাফলং ইউনিয়নের কামাল মেম্বার সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে প্রতিটি বাজার এলাকা ‘ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো কর্মসূচিকে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
দিনের অন্য কর্মসূচিতে স্থানীয় আহারকান্দি বাজারে হুসেইন আহমদের সভাপতিত্বে এবং এডভোকেট নুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় আরিফুল হক চৌধুরী বলেন দল ও দেশের জন্য আমাদের নেত্রী গৃহবন্দি ছিলেন, জেলে থেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসনে রয়েছেন। আমিও মেয়র থাকার কারণে বছরের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছি। বিএনপির ওপর মানুষের যে আস্থা আছে, সেটাই আমাদের শক্তি।
তিনি আরও বলেন, কেউ ধর্মের নামে প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ কার্ড দেওয়ার কথা বলছেন— আমরা সে পথে যেতে চাই না। আমরা চাই এই জনপদের মানুষের সঙ্গে নিয়ে এলাকার বাস্তব উন্নয়ন ঘটাতে, উন্নত জীবনমান নিশ্চিত করতে।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা মুহিবুর রহমান বাবুল, শ্রমিক দল নেতা শরীফ উদ্দিন, আব্দুস সালাম, আমির হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন মেম্বার,মোহাম্মদ সায়েম, এনামুল হক এনামসহ স্থানীয় নেতারা।