
আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকার আব্দুল বারেকের ছেলে মো. হিমেল মিয়া (৩৩) ও টেংগাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৯)।
পুলিশ জানায়, নজরুলের বিরুদ্ধে মাদকের ১০টি মামলা ও হিমেলের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে টেংগাপাড়া এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ ওই দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নজরুলের বিরুদ্ধে ১০ টি মাদকের মামলা রয়েছে। আর হিমেলের বিরুদ্ধে দুইটি মাদকের মামলা রয়েছে।