বিশেষ প্রতিনিধি, মোঃ রুবেল ইসলাম
চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাকিসব জেলার মতো পঞ্চগড় ও কোন অংশে কম নয়।আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পঞ্চগড়ে বইছে এক খুশির জোয়ার।জীবনের সর্ব স্তরের মানুষ আংশগ্রহনের মাধ্যমে আনন্দ গুলোকে এক মাইলফলক এ পরিনত করছেন।
অন্যদিকে আওয়ামী লীগের কমীদের বাসায় চলছে সাধারণ মানুষের এক ভয়ানক তান্ডব। ভাংচুর ও আগুন এ সব কিছুই একাকার।প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বাসার সবাইকে নিয়ে গাঁ ঢাকা দিয়েছেন সবাই। ছাএলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাসা ভেঙ্গে চুড়ে ও আগুনে একাকার।। নেই কোন চিন্হ মাএও।