মফিদুল ইসলাম! গাজীপুর
আজ সকল ৮ ঘটিকার দিকে ঢাকা বাইপাস মহাসড়কে পূবাইল থানাধীন তুরাগ পাম্প এর সামনে লড়ির সাথে সি এন.জি অটো রিক্সার সংয়র্ষ হয়, এতে ড্রাইভার সহ অন্তত ৩ জন আশংকাজন অবস্থায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তবে এখনো হতাহতের কোনো খবর পাওযা যায় নি । ঘটনাস্থাল পূবাইল থানার অফিস পুলিশ ও অফিসার ইনচার্জ পরিদর্শন করছেন।
উল্লেখ্য যে, উক্ত মহাসড়কটিতে চলমান কাজের জন্য একই রাস্তা দিয়ে বিভিন্ন সময় উল্টো দিক দিয়ে যানবাহন চলাচল করার জন্য এসকল দুর্ঘটনার সম্মুখিন হয়ে থাকে।