
মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকায় বিশেষ ফাঁদ পাতা অভিযানে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৩ নভেম্বর) ভোর রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির একটি টহলদল আলীনগর এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তপিলার ১৯৯২/৪৭-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে টহলরত অবস্থায় ভারতের দিক থেকে ৪-৫ জন লোক কার্টুন বহন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারে পালিয়ে যায়, তবে ফেলে যায় কার্টুনগুলো।
পরে কার্টুনগুলো তল্লাশি করে ২৩২ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৩১ পিস মোবাইলের ডিসপ্লে এবং ১৯ পিস ব্যাক কভার উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৭১ লাখ ৯২ হাজার টাকা।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।