মোঃ নাহিদুল ইসলাম
বরিশাল হিজলা সংবাদদাতা
বরিশাল – হিজলা উপজেলা মৎস্য অফিসের অধিদপ্তরের কার্যালয় রোজ- বুধবার সকালে ( ১০ ) টায় হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের পরামর্শ অনুযায়ী সম্প্রীতি সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিজলায় দায়িত্বরত সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল (ক্যাপ্টেন) জনাব মাজহার (স্যার) উপজেলা ওসি স্যার তাদের নেতৃত্বে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে,
বৈষম্য – বিরোধী ছাত্র আন্দোলনের ও হিজলা থানার সমন্বয়ক রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে হিন্দু মন্দিরে পুরোহিতের নিয়ে সম্প্রীতি সভার অনুষ্ঠান করা হয়।
এ সময় সংখ্যা গুলো হিন্দু সম্প্রদায়ের জনগণ হিজলা থানার সর্বোত্তরের মানুষের প্রতি আস্থা এবং ভালোবাসা প্রশংসা জানিয়ে তারা বলেন হিজলার মানুষদের থেকে আমরা কোনভাবে হামলা ভাঙচুর এর শিকার হয়নি।
এবং হিজলা বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল হিন্দু সম্প্রদায়ের সর্বোত্তরের জনগণ । তাছাড়া তাদের পাশে হিন্দু মন্দির পুরোহিতদের কাজে ইসলামের ছাত্র আন্দোলন ও জামাতে ইসলাম, এবং বিএনপির। অঙ্গ সংগঠন তারা সকলে সার্বক্ষণিকভাবে হিন্দু মন্দির আওতা পরিদর্শন করেছে।