মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারী ২৫) ইং বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে
নিহত কাজী দিপু (৩৮) কালনী গ্রামের কাজী আক্তার হোসেনের ছেলে।
এ ঘটনায় আর ও আহত হয়েছে অন্তত ২৫ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কালনী গ্রামের কাজী ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।
এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও রয়েছে দু’পক্ষের মধ্যে।
বুধবার বিকেলে শাস্তু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফরিদ মিয়ার লোকজনের ওপর হামলা করে।
এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় অন্তত ২৫ জন আহত হয়।
এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, দিপুকে হাসপাতালের আনার আগেই সে মারা গেছেন।