1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা প্রদান! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর মাধবদীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি মিষ্টির দোকানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অদ্য ২৩ জুন সোমবার, বিকাল ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাধবদীর শহরের শিমুল সুইটমিটকে তিন হাজার টাকা এবং অপর দুটি প্রতিষ্ঠানকে দেড় হাজার টাকা করে মোট সাথে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যৎ কার্যক্রমের জন্য সতর্কও করে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান। তিনি জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চলবে।
এ সময় অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিসিআরবি), নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট